তিনি বলেন, ‘করোনাকালীন এমন কোনো জায়গা নেই যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহায্য করেননি। তার বড় প্রমাণ প্রধানমন্ত্রী সাংবাদিকদের জন্যও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় যেভাবে করোনা মোকাবিলা করা হয়েছে তা পৃথিবীতে বিরল।’
ভোলা প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে কোভিড-১৯ এর সময় সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল বলেন, ‘আজকে ভারতের চেয়ে আমাদের মাথাপিছু আয় বেশি। আগে ভারতের বেশি ছিল, কিন্তু করোনার কারণে তাদেরটা কমেছে। আর আমাদেরটা বৃদ্ধি পেয়েছে। এটা সম্ভব হয়েছে প্রানমন্ত্রী শেখ হাসিনার কারণে। তিনি প্রতিটি মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। এমনকি মসজিদের মোয়াজ্জিনও বাদ যায়নি। রাস্তা-ঘাটে যারা অভাব-অনটনে থাকে তাদেরও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।’
তিনি আরও বলেন, ভোলা এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ভোলা-বরিশাল ব্রিজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোলা-বরিশাল ব্রিজের ঘোষণা দিয়েছেন। সেই কাজেরও অগ্রগতি হচ্ছে। ভোলায় রাস্তাঘাট নির্মাণসহ ব্যাপক উন্নয়ন হচ্ছে। প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে ভোলা-চরফ্যাশন সড়ক প্রশস্তকরণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শংকর কুমার বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি দোস্ত মাহামুদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইউনুস, প্রবীন সাংবাদিক এম এ তাহের প্রমুখ।